বরগুনায় ভাড়ানি খালের পশ্চিম পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৩ পিএম, ২৩ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৩:০৫ এএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বরগুনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রবাহমান ভাড়ানীখালের দু'পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম দির্ঘদিন বন্ধ থাকার পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), আইনশৃঙ্খলা বাহিনি আজ রবিবার সকাল থেকে যৌথ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
বরগুনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খাকদন নদী আর ভাড়ানী খালের দু'পাড়ে অবৈধভাবে ব্যাবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ী নির্মান করায় নদী ও খাল শুকিয়ে প্রবাহ বন্ধ হয়ে যায়। খাকদন নদী ও ভাড়ানী খালের প্রবাহ স্বাভাবিক রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় নাগরিকরা দির্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরগুনার খাকদন নদী ও ভাড়ানী খালের নাব্যতা ফিরিয়ে প্রবাহমান ঠিক রাখতে আদালতে রিট পিটিশন করে। রিট পিটিশনের উপর রাস্ট্র পক্ষ ও বাদীপক্ষের শুনানী শেষে আদালত প্রথম পর্যায়ে ভাড়ানী খালের দু'পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ৮ এপ্রিল ২০১৯ তারিখ জেলা প্রশাসনকে নির্দেশ দেন। এই নির্দেশের প্রেক্ষিতে জেলা প্রশাসন ভাড়ানী খালের পূর্বপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও ভূমি অফিসের অস্বচ্ছতার কারনে পশ্চিম পাড়ের স্থাপনা উচ্ছেদ থেমে যায়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) পুনরায় আদালতের দ্বারস্ত হলে ২০ এপ্রিল ২০২১ সালে আদালত ভাড়ানী খালের পশ্চিম প্রান্তের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকরি ব্যাবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
এই উচ্ছেদ প্রসংঙ্গে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, শুধু ভাড়ানী খাল নয়, খাকদন নদীসহ সকল প্রবাহমান খালের পাড়ে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে আমরা পর্যায়ক্রমে সকল স্থাপনা উচ্ছেদ করবো।