পতিতাবৃত্তি ও ব্লাকমেইলিং এর অভিযোগে জয়পুরহাটে ৯ নারী, ৪ পুরুষ আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৩ পিএম, ২৩ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৭:৫৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জয়পুরহাটে পতিতাবৃত্তি সহ নানা রকম ব্লাকমেইলিং এর অভিযোগে ৯ নারী, ৪ পুরুষকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (২২ মে) রাতে শহরের নতুনহাট শেখপাড়া এলাকার ৩টি বাড়ীতে অভিযান চালিয়ে থেকে তাদের আটক করা হয়। তাদের রাত ৯টার দিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, শহরের নতুনহাট শেখপাড়ার লুৎফর শেখ এর মেয়ে হনুফা খাতুন (৩৫), মালেকা খাতুন (৪৮), রোজি (৩০), শহরের ধানমন্ডি সুকনগরের আঃ রশিদের মেয়ে টুম্পা খাতুন (২২), আক্কেলপুরের শান্তনগরের আঃ মালেকের স্ত্রী বৈশাখী খাতুন (২৬), নওগাঁর বদলগাছীর দারিশন গ্রামের মন্টু মিয়ার ছেলে আসলাম হোসেন (৩২), একই এলাকার গোয়াল ভিটা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মুসা (২০), আদাইপুরের মৃত কমল সিং এর স্ত্রী রীতা রানী (৩৮), বগুড়া শহরের মালতিনগর (চানমারি ঘাট) এলাকার বাবু আক্তারের স্ত্রী শিল্পী খাতুন (২৬), কালাইয়ের মাত্রাই গ্রামের মৃত বদিউজ্জামান ছেলে ইব্রাহিম হোসেন (৪৫), একই এলাকার উদয়পুরের রেজাউল করিমের স্ত্রী রেজিনা (২৬), নান্দাইলের মৃত তোফাজ্জলের ছেলে মামুন (৩৫) এবং ক্ষেতলালের কুসুমপুর গ্রামের মোকলেছের মেয়ে মোমেনা খাতুন (৩২)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, জয়পুরহাট শহরের নতুনহাট শেখপাড়ায় দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সের মেয়েদের নিয়ে এসে স্থানীয় কয়েকজন নারী তাদের দিয়ে পতিতাবৃত্তি, মাদক ব্যবসা সহ নানা রকম ব্লাকমেইলিং করানো হতো।
পুলিশের কাছে এলাকাবাসীদের অভিযোগের ভিক্তিতে শহরের নতুনহাট শেখপাড়া এলাকার তিনটি বাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৯ নারী, ৪ পুরুষ মোট ১৩ জনকে আটক করা হয়। রাত ৯টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জয়পুরহাট থানায় অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬ (২)/১১/১২ (১) ধারায় মামলা দায়ের করার পরে শনিবার রাতে জেল হাজতে পাঠানো হয়েছে।