লক্ষ্মীপুরে মাস্ক না পরায় লক্ষ্মীপুরে ২৬ জনের জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৭ এএম, ২০ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৩:৪৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
করোনা মাহামারী পরিস্থিতিতে মুখে মাস্ক না পরায় লক্ষ্মীপুরে আরও ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের চকবাজার এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম । এসময় ২৬ জন ব্যক্তিকে একশ টাকা করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকানোর লক্ষ্যে মাস্ক পরা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেয়ার জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতিতে কাজ করছে জেলা প্রশাসন।
এর আগে গতকাল বুধবার বিকেলে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় মাস্ক না পরায় ১৩ জনকে একশ টাকা করে একহাজার তিনশ টাকা জরিমানা করে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বনি আমিন।