খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৮ এএম, ২১ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:২০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার ১০ সদস্যের মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়াকে দেখতে যান। তারা তাঁর করোনা-পরবর্তী জটিলতা যেমন হার্ট, কিডনি, লিভার, ব্লাড প্রেশারসহ পূর্বের যেসব জটিল সমস্যা ছিল সে সব রিপোর্ট পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেন। তারা বেগম খালেদা জিয়ার প্রত্যেকটি রোগের চিকিৎসা যথাযথভাবে করে যাচ্ছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে তাদের ৯ জন চিকিৎসক ও বাইরের ৬ জনসহ মোট ১৫ জন প্রথিতযশা চিকিৎসক তাঁর সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে সিসিইউতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁর অবস্থার উন্নতি হলে তাঁকে কেবিনে দেওয়া হবে।
গত ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুলশানের বাসা ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসক টিমের অধীনে চিকিৎসাধীন থাকার পর তাদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া। গত ৩ মে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসকরা তাঁকে সিসিইউতে স্থানান্তর করেন। পোস্ট কোভিড জটিলতায় বেগম খালেদা জিয়ার পুরোনো রোগ আর্থাইটিস, ডায়াবেটিকসের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন।