সাহিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আউয়াল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৪ এএম, ২১ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:৫৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর পল্লবীতে সাহিন উদ্দিন (৩৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের নেতা এম এ আউয়াল। তাকে গ্রেফতার প্রসঙ্গে খায়রুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে নরসিংদীর ভৈরবে অভিযান চালিয়ে সাবেক এই সাংসদকে গ্রেফতার করা হয়। তিনি হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি। এই মামলায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। এর আগে গত রবিবার পল্লবীর ডি ব্লকের ৩১ নম্বর সড়কে সাহিনকে কুপিয়ে হত্যা করা হয়। জমি সংক্রান্ত বিরোধের জেড়ে তাকে হত্যা করা হয়। এই দুই পক্ষ পাল্টাপাল্টি মামলাও করেছে। পরে এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সুমন ব্যাপারী (৩৩) ও মো. রকি তালুকদারকে গ্রেফতার করা হয়। সুমন ব্যাপারীকে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকা থেকে এবং রকিকে পল্লবী থানাধীন স্কুল ক্যাম্প কালাপানি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, সাহিন উদ্দিন হত্যামামলাটি গতকাল বুধবার ডিবিতে স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, এই ঘটনায় পল্লবী থানা-পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার করেছে র্যাব। ওসি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সাহিন হত্যা করা হয়েছে।