অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া না গেলে বৈজ্ঞানিক উপায়ে হবে সমাধান - স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২০ এএম, ২০ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:৩০ এএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে আবারো তৈরি হলো অনিশ্চয়তা। এক মাসের মধ্যে কোনো দেশকেই ভ্যাকসিন দেবে না যুক্তরাষ্ট্র। আর এজন্য লাগবে এফডিএর অনুমোদন।
স্বাস্থ্যমন্ত্রী বলছেন, দ্বিতীয় ডোজ শেষ করতে, অ্যাস্ট্রাজেনেকার টিকা না পাওয়া গেলে, বৈজ্ঞানিক উপায়ে সমাধান করা হবে। চুক্তি অনুযায়ী জুনের মধ্যে আরও তিন কোটি টিকা পাওয়ার কথা থাকলেও, তা বন্ধ করে দিয়েছে সেরাম। বিবৃতিতে সংস্থাটি জানিয়ে দিয়েছে, ভারতে টিকার চাহিদা বেড়ে যাওয়ায়, এ বছরের শেষে বিভিন্ন দেশে টিকা সরবরাহ শুরু হতে পারে। ফলে দ্বিতীয় ডোজ শেষ করতে বিকল্প উৎস থেকে টিকা খুঁজছে সরকার। যুক্তরাষ্ট্রে ব্যবহার না হওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে, এরই মধ্যে দেশটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। যার উত্তর পাওয়া যায়নি এখনও। হোয়াইট হাউজ জানিয়েছে, ৬ কোটি টিকা জুনের আগে কোনো দেশকে দিতে পারবে না তারা। আর এজন্য দরকার এফডিএর অনুমোদন। তবে বিকল্প উৎস থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবার বিষয়ে এখনও আশাবাদি স্বস্থ্যমন্ত্রী।
তিনি জানান, এই টিকা না পাওয়া গেলে বৈজ্ঞানিক উপায়ে এর সমাধান করা হবে। এছাড়া চীন থেকে আসা টিকার প্রয়োগ শুরু হবে ২৫ মে থেকে।