সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১২ এএম, ২০ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:৫২ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্থা এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ, মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। তারা এই ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি ও রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁওয়ে কর্মরত সকল গণমাধ্যমের কর্মীরা এ মানববন্ধনের আয়োজন করে।
ফরিদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও সুর্বণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা কবি শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সোনারগাঁও রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুর সাত্তার প্রধান, সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, সাংবাদিক মনিরুজ্জামান মনির, আবু বকর সিদ্দিক, জহিরুল ইসলাম মৃধা,শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন, মাহবুবুল ইসলাম সুমন, গাজী মোবারক, পনির ভূইয়া, আনোয়ার হোসেন, ফারুক হাসান প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যমের কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘন্টারও বেশি সময় যাবৎ বেআইনিভাবে অবরুদ্ধ রেখে হেনস্তা করা হয়েছে উল্লেখ করে সাংবাদিকরা বলেন, দুর্নীতির তথ্য প্রকাশ করায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। একই ধারাবাহিকতায় সচিবালয়ে অবরুদ্ধ রেখে মিথ্যা মামলা দিয়ে রোজিনা ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। হয়রানি ও নির্যাতন করে সাংবাদিকদের দমন করা যাবে না। অনুসন্ধানী সাংবাদিকতাকে থামিয়ে দেওয়ার এই প্রক্রিয়া সফল হবে না। রোজিনা ইসলাম সাধারণ মানুষের কাছে বীর হিসেবে চিহ্নিত হয়েছেন। আর যারা নির্যাতন চালিয়েছেন এবং মিথ্যা মামলা দিয়েছেন তারা চোর হিসেবে চিহ্নিত হয়েছেন।
বক্তারা বলেন, প্রথম আলো’র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতায় দেশ বিদেশে বহু নজির রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিময়-দুর্নীতি নিয়ে সংবাদ করার আক্রোশেই সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টার বেশী সময় ধরে আটকে রেখে তাকে শারিরীক, মানসিকভাবে হেনস্থার পর তাঁর বিরুদ্ধে হয়রানীমূলক অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট আইনে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর চরম হুমকি।
বক্তারা আরো বলেন, সাংবাদিকের টুটি চেপে, কলম থামানো যাবে না। আরও তীব্রগতিতে দুর্নীতির বিরুদ্ধে আমাদের কলম চলবেই। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চাই। দূর্নীতিবাজদের রক্ষা নাই। দেশে একের পর আলোচিত ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তর অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে এ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। গুটি কয়েক দুর্নীতিরবাজকে ধরা হলেও অনেকেই বাইরে রয়ে গেছে। এ সময় বক্তারা স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয় এর দুর্নীতিবাজ, নির্যাতনকারী চক্রটিকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানান গণমাধ্যমকর্মীরা।
মানববন্ধন শেষে সাংবাদিকরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করেন। মিছিলে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ও উপ-সচিব জেবুন্নেসার পদত্যাগ ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি তুলে শ্লোগান দেওয়া হয়।