বরিশাল থেকে ঢাকা মুখী মানুষের ঢল,ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৬ পিএম, ১৭ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৪১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত মানুষের ঢল নেমেছে ঢাকার উদ্দেশ্যে। দক্ষিণাঞ্চল থেকে সড়ক পথে ঢাকা যেতে বরিশালই মাধ্যমে। নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় সড়ক পথেই যাত্রীদের যেতে হচ্ছে ঢাকায়। আবার আন্তঃজেলা বাস চলাচলের অনুমতি থাকায় অনেকবার পথে বদলিয়ে যেতে হচ্ছে। বরিশাল থেকে মাওয়া ঘাটে ২২০-২৫০ টাকা ভাড়া। অথচ এখন সে পথে যেতে যাত্রীদের গুনতে হচ্ছে কয়েকগুন বেশি টাকা। তাছাড়া গাড়ি পাল্টানোর কষ্ট তো আছেই।
ঈদের আগে তাড়াহুড়ো করে আসতে গিয়ে ১ দিনেই প্রাণগেছে ৭ জনের। করোনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ও লকডাউন উপেক্ষা করেই ঢাকা থেকে কয়েকদিনে বরিশাল মুখি মানুষের ঢল ছিল। ঈদের ছুটি শেষে একসাথেই ঢাকা অভিমূখী হাজারো মানুষ। বাসটার্মিনালগুলো দেখে বোঝার কোনো উপায় নেই যে কোনো লকডাউন বা সরকারি নিষেধাজ্ঞা আছে। বরিশালের নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনালে উপচে পড়া ভীড়। অটোরিকশা ও মাইক্রোবাসে লোকজন চলাচলের জন্য বাসটার্মিনালে ভীড় দেখা যাচ্ছে।
নদীপথে প্রতিদিন ৮-১০ টি লঞ্চে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাওয়া আসা করলেও সে চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন মাইক্রোবাস কিংবা ছোট যানবাহন। তাছাড়া ইচ্ছে মতো ভাড়া নেওয়ার প্রতিযোগিতাতো আছেই। কয়েক স্টেশন ভেঙে ঢাকা যেতে খরচ হচ্ছে কমপক্ষে ১ হাজার থেকে দেড় হাজার টাকা। আগে যেখানে ৫শ- ৭শ টাকায় যাওয়া যেতো। যাত্রীদের অধিকাংশ নিম্ন আয়ের এবং গার্মেন্টস কর্মি। ঈদের আগে ৪-৬ জন মিলে ঢাকা থেকে ১০ থেকে ১২ হাজার টাকায় মাইক্রোবাস ভাড়া করে বরিশাল আসার সংবাদ পেয়েছি। আবার নিম্ন ও নিম্নমধ্যম আয়ের অনেকে প্লেনে করেও বরিশাল এসেছে আত্নীয় স্বজনের সাথে ঈদ উদযাপন করতে।
আমাদের দেশের অতিথি পরায়ন ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান একসাথে উদযাপনের রীতি দীর্ঘদিনের। পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে এসে পরবর্তী কষ্টকে তারা কিছুই মনে করেন না।