আমিরাত জাতীয়তাবাদী ফোরাম নেতা জসিম উদ্দিনের মায়ের জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৫ পিএম, ১৬ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৯:১৫ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিনের আম্মা পরিজন খাতুন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার রাত প্রায় ১০টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি বার্ধক্য জনিত সমস্যার কারনে দীর্ঘ প্রায় একমাস যাবৎ চট্টগ্রামের নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃত্যুকালে মরহুমার তিন ছেলে, দুই মেয়ে, পুত্র বধূ নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন মরহুমার মেজ সন্তান।
আজ রবিবার সকাল ১১ ঘটিকায় সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনার কাজী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্টিত হয়।
জানাজায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুলক বহর ওয়ার্ডের সাবেক কমিশনার ও পাঁচলাইশ থানা জামাতের আমীর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় উপস্থিত ছিলেন।
পরিজন খাতুনের মৃত্যুতে এক বিবৃতির মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সংগঠনের আহবায়ক আলহাজ্ব শরাফত আলী ও সদস্য সচিব মুহাম্মদ জাকির হোসেন খতিব এক যৌথ বিবৃতিতে মহান আল্লাহ পাকের দরবারে পরিজন খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমার শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাত বিএনপি ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম দুবাই, আবুধাবী, আল আইন, ফজিরা, মোসাফফাহ, শারজাহ, আজমান এই সব প্রাদেশিক শাখাগুলো, প্রস্তাবিত ইউএই জাতীয়তাবাদী যুবদল সহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠন গুলো পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন।