আমিরাতে বাংলাদেশি উদ্যোক্তারা কর্মসংস্থান ও রেমিট্যান্সে ভূমিকা রাখছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৮ পিএম, ১৫ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৯:২৪ এএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
করোনা পরবর্তীতে আমিরাতে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের সংখ্যা। অনেকেই তাদের চলমান ব্যবসার পাশাপাশি যৌথ মালিকানায় চালু করছেন মাঝারি ও বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসায় অনেকটা এগিয়ে বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান এর পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করবে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় অনেকটা সহায়তা করবে এসব প্রতিষ্ঠান। বাণিজ্যিক নগরী দুবাইয়ের আল সাতোয়াঁ এলাকায় আল রীম রেস্টুরেন্টের উদ্বোধনকালে প্রবাসীরা এসব কথা বলেন।
কোরান খতম ও দোয়া পরবর্তী রেস্টুরেন্টের উদ্বোধন করেন, প্রতিষ্টানের লোকাল স্পন্সর ঈসমাইল।
সত্ত্বাধিকারী মইন উদ্দিন বলেন আমাদের প্রতিষ্টানের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী বাংলাদেশি যা একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ হচ্ছে অন্যদিকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করবে, আরেকজন স্বত্বাধিকারী মুজাম্মেল চৌধুরী তিনি বলেন আমরা চেষ্টা করব কম করচে যাথে ভাল খাবার পরিবেশন করতে পারি সাথে সাথে কোয়ালিটি তে যাথে কম্প্রোমাইজ করতে না হয় সেদিখে অবশ্যই খেয়াল রাখবো।
আরেকজন স্বত্বাধিকারী মহিববুলাহ সাহেব তার বক্তব্যে সবার সহযোগিতা চেয়ে বলেন বাংলাদেশি খাবার কে আমরা ভিন্ন ভাষা ভাষিদের মাঝে পৌছিয়ে দিব তিনি আরো বলেন বাংলাদেশি খাবারের সাথে সাথে অন্যন্য দেশি খাবার ও আমরা পরিবেশনের ব্যবস্থা করেছি। সেলিম তার বক্তব্যে বলেন আমরা কোয়ালিটি তে কোন কম্প্রোমাইজ করবোনা ইনশাআল্লাহ।
সবশেষে ব্যবসার উন্নতিসাধন ও প্রবাসীদের জন্য দোয়া পরিচালনা করেন আরেকজন স্বত্বাধিকারী মাওলানা ইয়াকুব।
উপস্থিত অতিথি বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর যুগ্ম সম্পাদক এস এম মোদাচ্ছের শাহ তার বক্তব্যে বলেন আমি ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের প্রায় ১ মিলিয়ন দেরহাম ইনভেস্ট করে উনার বড় পরিসরে যেভাবে রেস্টুরেন্টে করার উদ্যোগ নিয়েছেন তা সাহসের ব্যাপার। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ উনাদের ৯০% স্টাপ বাংলাদেশি যা আমাকে অভিভূত করেছেন। বিশেষ করে করোনা মহামারী তে যেখানে সারাবিশ্ব মুখ স্থবির যে রেমিট্যান্স প্রবাহ অনেকটা স্থবির এই অবস্থায় উনাদের এসব প্রতিষ্টান রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। অনেকের কর্ম সংস্থানের মাধ্যমে। তিনি অনুরোধ করেন যাথে খাওয়ার মান ও পরিবেশন ভাল থাকে আর রিজনেভল প্রাইজ এ যাথে প্রবাসীরা খাওয়ার পেতে পারে।
উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন আল আইনের ব্যবসায়ী ইব্রাহীম দুবাই শারজা থেকে আতিক উল্লাহ,হাবিবউল্লাহ,আলম, জাহাঙ্গীর, আবুল হোসেন, সাহাব উদ্দীন,মনির, ইকবাল চৌধুরী,শেখ জামাল, বেলাল হোসাইন সহ আরো অনেকেই।