কাপাসিয়ার রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ঈদ উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯ এএম, ১৬ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৬:৫৬ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
পবিত্র ঈদুল ফিতরে গাজীপুরের কাপাসিয়ার রাজনৈতিক দলের অধিকাংশ নেতৃবৃন্দ নিজ নিজ গ্রামে ঈদ উদযাপন করেছেন। উপজেলা আওয়ামী ও বিএনপির নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেন।
করোনা কালীন সময়েও তারা এ বছরের পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো: আমানত হোসেন খান ঈদের নামাজ আদায় করেন কাপাসিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদে।
সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্ ও বিএনপি নেতা সাবেক এমপি মোঃ ওবায়দুল্লাহ নামাজ আদায় করেন তরগাঁও গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন মসজিদে।
কাপাসিয়া উপজেলা বিএনপির অভিভাবক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ ঈদের নামাজ আদায় করেন ঢাকার নিও ডিওএইচএস বাসা সংলগ্ন মসজিদে। জেলা বিএনপির প্রবীন নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা তাঁর তারাগঞ্জের নাশেরা গ্রামের বাড়ি সংলগ্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান উপ কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মাজহারুল ইসলাম লেলিন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন কাপাসিয়া সাব রেজিঃ অফিস সংলগ্ন মসজিদে ।
বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা ঈদের নামাজ আদায় করেন বাড়ি সংলগ্ন কাপাসিয়া ডিগ্রি কলেজ মসজিদে।
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় উপদেষ্টা ও শিল্পপতি আলম আহমেদ ঈদের নামাজ আদায় করেন সনমানিয়ার দক্ষিণগাও মরিয়ম ভিলেজ সংলগ্ন মসজিদে।
উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান তরগাঁওয়ের ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম চাঁদপুরের নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
তাছাড়া জাপা, সিপিবি, গণতন্ত্রী পার্টি, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের নেতারা গ্রামের বাড়িতে ঈদ করেছেন বলে জানাযায়।
বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ঢাকায় ঈদ করেছেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ নিজ নিজ দলের কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।