বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় আজ ঈদুল ফিতর উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৭ পিএম, ১৩ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৪০ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বরিশাল বিভাগের ৬ জেলায় প্রায় ৫০ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় শহরের ২২,২৩,২৫,২৬ নং ওয়ার্ডে ও পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন জায়গায় আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগরীর ২২ নং ওয়ার্ডের জিয়া সড়ক,২৩ নং ওয়ার্ডের তাজকাঠি হাজিবাড়ি,মৃধা বাড়ি,২৫নং ওয়ার্ডের খানাবড়ি,২৬ নং ওয়ার্ডের চৌধুরী বাড়িতে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাবুগঞ্জের কেদারপুর,মাধবপাশার দুয়ারী বাড়ি,তালুকদার চর,লাহার হাট, হিজলার হরিণাথপুর,শ্রীরামপুরেও আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী জেলার ২২ গ্রামে ৫ হাজারের বেশি পরিবার ঈদ পালন করে আজ। পটুয়াখালী সদর,বাউফল,রাঙাবালি এবং বরগুনার নিশানবাড়ি সহ বিভিন্ন জায়গায় এসব জামাত অনুষ্ঠিত হয়। পটুয়াখালী সদরের বদর পুর দরবার শরীফের মসজিদের প্রধান খতিব মাওলানা মো. শফিকুল গনি মুনাজাত পরিচালনা করেন। করোনায় মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।
চট্টগ্রামের সাতকানিয়া পীর ও পটিয়ার এলাহাবাদ পীরের অনুসারীরা ১৯২৮ সাল থেকে একদিন আগে থেকেই রোজা শুরু ও ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছে।