শ্রীমঙ্গলে ভেজাল মশলার কারখানায় অভিযান! আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৩ পিএম, ১৩ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৪২ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
মৌলবীবাজারের শ্রীমঙ্গলে ৫৫ বিজিবি'র এডি নাছির উদ্দিন চৌধুরী ও শ্রীমঙ্গল সহকারী কমিশনার(ভূমি) নেছার আহমেদ এর নেতৃত্বে ভেজাল মশলা কারখানায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (১২ মে) দুপুর ১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার
সিন্দুরখান ইউপির মন্দির গাঁও এলাকা থেকে ভেজাল মশলা জব্দ ও মেইলের মালিক মলয়(৪০)সহ আরো একজনকে আটক করা হয়েছে। জব্দ কৃতমামাল ভেজাল ধনিয়া গুড়া ২৯৩ কেজি, হলুদের গুড়া ( ৮ বস্তা), ৬৬ কেজি মরিচের গুড়া, ৪৯ কেজি কাঠের গুড়া, ক্যামিক্যাল বিভিন্ন প্রকার রং ৯ কেজি এবং ১টি মটর সহ বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়েছে।ভেজাল মসলা অভিযানের কথা ৫৫ বিজিবির এডি নাছির উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত কারখানাটি শীলগালা করা হয়েছে এবং মালিক মলয় (৪০) এর বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করা হবে।