মুরাদনগরে শতবর্ষী খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৪ পিএম, ১১ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:০৫ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
কুমিল্লার মুরাদনগরে শতবর্ষী খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বাবুটিপাড়া চরখখোলা খেলার মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রিটিশ আমল থেকে এই মাঠে স্থানীয়রাসহ দূর-দুরান্ত থেকে অনেকে এসে নিয়মিত খেলাধুলা করছেন, কেউ মারা গেলে তার জানাযাসহ কৃষকরা এ মাঠেই ধান নেওয়া ও মাড়াইয়ের কাজ সম্পন্ন করেন। ১০টি ভূমিহীন পরিবারকে এ খেলার মাঠে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করার জন্য সম্প্রতি উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়েছেন। এতে করে খেলার মাঠটি যেমন প্রাণ হারাবে, তেমনি বৃষ্টি কিংবা বর্ষার মৌসুমে মাঠের পাশের ১৯৯টি পরিবার জলাবন্ধতায় আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হবে। মাঠটি রক্ষা করার জন্য আমরা বিভিন্ন স্থানে আবেদন করেছি। উধ্বতন কর্তৃপক্ষের কাছে জোড়ালো আবেদন জানাচ্ছি, এ গ্রামেরই রাস্তার পাশে ৪৩০৪ দাগে ৯৩ শতক সরকারি জমি রয়েছে। এ স্থানে ওই ১০ পরিবারকে স্থায়ী ভাবে বসবাসের উপযোগি করে দিলে মাঠ যেমন রক্ষা পাবে, তেমনি স্থানীয়দের জলাবন্ধতার ভোগান্তি দূর হবে। অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, সমাজ সেবক রফিকুল ইসলাম জুয়েল, অহিদ মিয়া, মফিজুল ইসলাম মাঝি, বিউটি আক্তার, সাজেদা বেগম ও শিরিনা আক্তার প্রমুখ।