বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যুবদলের সাবেক নেতা ফারুকের দোয়া ও ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৪ এএম, ১১ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:০২ পিএম, ২৯ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ৯ ও ১২নং ওয়ার্ডের যুবদলের সাবেক নেতৃবৃন্দ ও এলাকাবাসীদের নিয়ে বগুড়া জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুকের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে বাদ আছর ঠনঠনিয়া পশ্চিম পাড়া এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু ও আরাফাত রহমান কোকো সহ করোনায় মৃত নেতা কর্মীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দের মাঝে সাবেক সহ সাংগঠনিক জুম্মান আলী শেখ, জাফরুল আলম জিতু, সাবেক সম্পাদক ও সহ সম্পাদকের মধ্যে রুহুল আমিন, মোমিনুল ইসলাম মমি, মইনুল ইসলাম পিয়াস, মোমিন আকন্দ, আব্দুলাহ আল রাজিব, রিয়াজুল আল আজাদ রোকন, নুর মোহাম্মদ রাঙা, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, সোহাগ, শাফী, আমিনুল, বিপ্লব, মির্জা মোনা, রানা, মাহাতাব হোসেন সোগাগ, মনিরুল, আব্দুর রহমান, ফারুক,রানা কাকন, আপেল মাহমুদ, মানিক সরকার, আকরাম, ছাত্রনেতা সামছুদোহা পাভেল, আলামিন, শাহীন, হাকিম শফিকুল, রিপন,আদেল, আহসান, আবু জাফর গাফেরী, ফাইম, জেমস, নাজিম, সাব্বির, পিয়াল, সম্রাট, পায়েল, সুফল, সবুজ, সুমন, নজরুল, রতন, আতিকুর, রানা, আজিজ, রঞ্জু, আরমান, মনি, ধনি, মেজবা, বিজয়সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মওলানা আব্দুল্লাহ তাকী।