শাহজাদপুরে ড.এম এ মুহিতের উদ্দ্যোগে বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২২ এএম, ১১ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:৫৫ এএম, ৩ নভেম্বর,রবিবার,২০২৪
আজ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসদরের খন্জনদিয়া মহল্লায় প্রফেসর ড. এম এ মুহিতের নিজ বাসভবনে, সিরাজগঞ্জ জেলা বিএনপি'র প্রধান উপদেষ্টা শাহজাদপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক প্রফেসর ড. এম এ মুহিতের উদ্দ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন হিরু,মোঃ আরিফুজ্জামন আরিফ, পৌর বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক মোঃ এমদাদুল হক নওশাদ, সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপি নেতা এড.রায়হান উদ্দিন, পৌর বিএনপি নেতা খন্দকার মাসুদ রানা, শাকিক চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ -আল মাহমুদ, মোঃ জাহিদুল ইসলাম, মাসুম রানা, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সজল, যুগ্ম-আহ্বায়ক বখতিয়ার ভূঁইয়া, রহমত আলী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ-আল মামুন জুয়েল, সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম মোজা, যুগ্ম-আহ্বায়ক মোঃ ইউনুস আলী প্রমুখ।
এছাড়া ও অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি'র সকল পর্যায়ের অসংখ্য নেতা ও কর্মিরা।