পাটুরিয়া ঘাটেও বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৬ এএম, ১০ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৩৯ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
করোনার সংক্রমণ প্রতিরোধে ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় ঠেকাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনার সংক্রমণ প্রতিরোধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শেষ প্রান্ত বারবাড়িয়া এলাকা, হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কের ধরলা পয়েন্ট এবং পাটুরিয়া ঘাট এই তিন পয়েন্ট তিন প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে।
জানা গেছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সাহায্য করবে বিজিবি। এ সময় মানিকগঞ্জের বাসিন্দা ছাড়া অন্য জেলার মানুষকে মানিকগঞ্জে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন আমাদের মানিকগঞ্জ সংবাদদাতা।