জমিজমা সংক্রান্ত বিরোধের জের আলফাডাঙ্গায় দু গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত: ২ জনের জরিমানা ৭ জনের জেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৭ এএম, ১৭ নভেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৩:৪৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত, ২ জনের জরিমানা এবং ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের জেল দিয়েছেন আলফাডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুল ইসলাম।
আজ ১৬ নভেম্বর সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কুচিয়াগ্রাম বটতলা বাজার সংলগ্ন এলাকায় একই গ্রামের মমিনুল গ্রুপের ১৪৪ ধারা জমিতে জোরপূর্বক একই গ্রামের নজরুল গ্রুপের লোকজন টিনের ছাপড়াঘর ভেঙে ফেলায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় গ্রুপের ৭ জন আহত হয়। আহতরা হলেন কুচিয়া গ্রামের দেওয়ান মোল্যা (৪৬), টেপু শেখ, সাইদ ফকির, মিন্টু শেখ (৪০), এহসানুর শেখ, মহাজন শেখ, জুবায়ের শেখ ও বাকিয়ার মোল্যা। আহতদের আলফাডাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় এলাকাবাসী প্রশাসনকে খবর দিলে প্রশাসন ঘটনাস্থলে এসে উক্ত শাস্তি দেন। কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুচিয়া গ্রামের মাহাফুজুর মোল্্যার ছেলে টুলু মোল্লা, হাসান বিশ্বাসের ছেলে পিকুল বিশ্বাস, আহম্মেদ মোল্যার ছেলে মনজুর হোসেন, মকলেচুর রহমানের ছেলে ওবায়দুর রহমান, আলাউদ্দিন শেখের ছেলে আব্বাছ উদ্দিন, সারজল খানের ছেলে নিলু খান ও ফজর ফকিরের ছেলে জাবেদ ওরফে লিটন ফকির। এ ছাড়া গোলাম রসুলের ছেলে মারুফ মিয়া এবং ছাত্তার মিয়ার ছেলে সুমন মিয়া কলেজের ছাত্র হওয়ায় উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।