বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫১ পিএম, ৮ মে,শনিবার,২০২১ | আপডেট: ১২:৫৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি,সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দরিদ্র মানুষ ও বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর এর পক্ষ থেকে আমিন শিল্পাঞ্চল এলাকায় বিকাল ৫ ঘটিকায় আবু মুছার নিজ বাড়ীতে ও ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মনির হসেন খসরু'র সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুছা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমিন শিল্পাঞ্চল ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজঁন খান, চট্টগ্রাম মহানগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মুকুল, পাচঁলাইশ থানা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল বশর, আমিন শিল্পাঞ্চল ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মনির খসরু, বিএনপি নেতা মোঃ মিজান, পাচঁলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিলাদ, যুবদল নেতা মোঃ সবুজ, যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন, আমিন শিল্পাঞ্চল ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বেলাল হোসেন হামজা, আমিন শিল্পাঞ্চল ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হানিফ রানা, আমিন শিল্পাঞ্চল ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সুমন ইসলাম, শান্তিনগর ইউনিট যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জহির, মোঃ বিপ্লব, আমিন শিল্পাঞ্চল ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ মেহেদী আহমেদ ইমন, মোঃ রুবেল, মোঃ ওসমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবু মুছা বলেন, সরকার বিরোধী মতের ও কেন্দীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনগণের সেবক ডা. শাহাদাত হোসেনসহ অনেক নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে রেখেছে। অবিলম্বে ডা. শাহাদাত হোসেনসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদেরকে পবিত্র ঈদুল ফিতরের আগে জামিন দেওয়ার জন্য জোর দাবি জানান।
পরে দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।