আমতলীতে গরুর বাছুরে মুগডাল খাওয়াকে কেন্দ্র্র করে সংঘর্ষ, নারীসহ আহত-৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩২ এএম, ৭ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:৫৪ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
আমতলী উপজেলার আড়াঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর তারিকাটা গ্রামে বুধবার সকালে গরুর বাছুরে মুগডাল খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও ২ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, উপজেলার উত্তর তারিকাটা গ্রামের মোশাররফ সিকদারের ক্ষেতের মুগডাল দেলোয়ার সিকদারের একটি গরুর বাছুরে (বাচ্চা) খাচ্ছিল। ওই গরুর বাছুর মোশাররফ সিকদার তাড়িয়ে দেয়। এ নিয়ে মোশাররফ সিকদার ও দেলোয়ার সিকদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে দু’পক্ষের নারীসহ ৬ জন আহত হয়। গুরুতর আহত মোশাররফ সিকদারকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোঃ শাহ আলম সিকদার, দেলোয়ার সিকদার ও শানু সিকদারকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত আল আমিন ও মাহমুদাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আহত শাহ আলম সিকদার অভিযোগ করে বলেন, মুগডাল ক্ষেতে গরুর বাছুর তাড়িয়ে দেয়ার ক্ষিপ্ত হয়ে দেলোয়ার সিকদার ও তার লোকজন আমাদের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। আহত দেলোয়ার সিকদার মারধরের কথা অস্বীকার করে বলেন, উল্টো তারা আমাকে ও আমার ভাইকে মোশাররফ সিকদার ও তার লোকজনে মারধর করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইমদাদুল হক চৌধুরী বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।