না’গঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে বাড়ী থেকে বের করে দিয়েছে স্বামী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১ এএম, ৬ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:২৯ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিয়ের এক বছর পার না হতেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে আইরিন আক্তার (১৯) শাররীক নির্যাতন করে বাড়ী থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে যৌতুক লোভী স্বামী ও শ্বশুড়ের বিরুদ্ধে।
আজ বুধবার (৫ মে) দুপুরে আইরিন আক্তার যৌতুক লোভী স্বামী ও শ্বশুড়সহ ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ মাস পূর্বে বন্দর উপজেলার ভদ্রাসন এলাকার প্রবাসী জসিম মিয়ার মেয়ে আইরিন আক্তারের সাথে একই উপজেলার মিনারবাড়ী এলাকার জজ মিয়ার ছেলে আমিন আহাম্মেদের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়।
বিয়ের পর আইরিনের পরিবার মেয়ের সুখের কথা চিন্তা করে স্বামী আমিন আহাম্মেদ ও তার পরিবারকে নগদ টাকা স্বর্ণালংকারসহ আসবাবপত্র যৌতুক হিসেবে প্রদান করে ।
বিয়ের এক বছর পর না হতেই যৌতুক লোভী স্বামী ও তার পিতা জজ মিয়া ও বড় ভাইয়ের স্ত্রী কনিকা যৌতুকের জন্য আইরিনকে নানাভাবে চাপ সৃষ্টি করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল রাতে যৌতুক লোভী স্বামী ও তার পিতা জজ মিয়া ও বড় ভাইয়ের স্ত্রী কনিকা বেগম আইরিনের নিকট ২ লাখ টাকা যৌতুক দাবি করে।
সে দাবিকৃত যৌতুক দিতে অপরগতা প্রকাশ করলে ওই সময় পাষান্ড স্বামী ও শ্বশুড়ড় ও ভাবী ক্ষিপ্ত হয়ে তাকে বেদম ভাবে পিটিয়ে আহত করে। পরে এক পর্যায়ে আহত আইরিনকে বাড়ী থেকে বের করে দেয়। বর্তমানে সে তার পিতার বাড়ীতে রয়েছে।