নলছিটিতে এক আইসক্রিম কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৭ পিএম, ৩ মে,সোমবার,২০২১ | আপডেট: ১০:১০ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নলছিটিতে এক আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ঝালকাঠির ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
আজ সোমবার নলছিটি উপজেলার পৌর এলাকার লঞ্চ ঘাট থেকে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় নিউ সুপার আইসবার কারখানার মালিক রুস্তম আলী তালুকদার কে ৩০ হাজার টাকা জরিমানা করেন ঝালকাঠি ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। অভিযানের সহকারী পরিচালক জানান,অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে নামীদামী কোম্পানির লেভেল লাগানো ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় কারখানার মালিক রুস্তম আলী তালুকদার কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রুস্তম আলী তালুকদার জানান,একমাস আগে সৌরভ নামে এক লোকের কাছ থেকে কারখানাটি কিনেন তিনি। বিএসটিআইয়ের অনুমোদন পাওয়ার জন্য দরখাস্ত করা হয়েছে।
সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান,বিভিন্ন অনিয়ম ও অপরিচ্ছন্নতার কারনে আজ জরিমানা করা হলো। নিয়ম মেনে ও যথাযথ কতৃপক্ষের( বিএসটিআইয়ের) অনুমতি ছাড়া কারখানা পুনরায় চালু করলে সিলগালা করে দেওয়া হবে। জব্দ আইসক্রিম সুগন্ধ নদীতে ফেলে দেওয়া হয়।