ফলাফল মেনে নিতে পারেনি বলেই বিএনপি নাশকতা করেছে-স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪২ এএম, ১৫ নভেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৮:১৪ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে দুর্বৃত্তরা নাশকতা চালিয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, নাশকতা চালিয়েছে যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঢাকা-১৮ উপনির্বাচনকে কেন্দ্র করে কিছু কথোপকথন পাওয়া গেছে। এতে শোনা যায়, ফলাফল মেনে নিতে পারেনি বলেই বিএনপি এমনটি করেছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) ধানমণ্ডির বাসায় সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি যেখানেই তারা পরাজিত হয়েছে সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করেছে। তাদের গ্রেপ্তার নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার পর মতিঝিল, বংশাল, শাহবাগ, ভাটারা ও উত্তরা থানায় মামলা করে পুলিশ।