কুমারখালীতে ডাব বিক্রির অন্তরালে চলছে মাদক ব্যবসা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৭ পিএম, ৩ মে,সোমবার,২০২১ | আপডেট: ০২:২০ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়ার কুমারখালীতে ডাব বিক্রির অন্তরালে চলছে মাদকের রমরমা ব্যবসা। ৮ বছর যাবত অবৈধ মাদক ব্যবসা চালিয়ে গেলেও রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
মাদক ব্যবসায়ী নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের কুতুবউদ্দিন বিশ্বাসের ছেলে লিটনের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।
এলাকাবাসী জানান, দীর্ঘ ৮ বছর যাবত লিটন গাঁজা বিক্রি করে আসছে। সারাদিন ডাব বিক্রি করে সন্ধ্যা থেকে শুরু করে গাঁজা বিক্রি। নাজমুল নামের এক ব্যক্তি কয়েকদিন পরপর তাকে গাঁজা পৌঁছে দেয় বলে জানান।
এলাকার উঠতি বয়সী ছেলের সন্ধ্যা লাগলেই চলে যায় লিটনের বাড়িতে সেখান থেকে গাঁজা কিনে বড়ুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে গাঁজা সেবন করে।
বর্তমানে লিটন একতলা ভবন নির্মাণ করছে কাজ প্রায় শেষের দিকে। ভবনের ছাদে বসে অনেকেই মাদক সেবন করে বলে জানা যায়। এলাকার উঠতি বয়সী কিশোর ও যুবকদের মাদকের নীল নেশা থেকে ফিরিয়ে আনতে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
দ্রুত গতিতে লিটনকে আটকের মধ্যে দিয়ে দীর্ঘদিনের ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের জন্য তারা আকুতি জানান।