কৃষকের ধান কাটতে এগিয়ে এলো সরিষাবাড়ীর তরুণ ক্রিকেটাররা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৫ এএম, ১ মে,শনিবার,২০২১ | আপডেট: ০২:১৯ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
সরিষাবাড়ী পৌর সভার চক হাটবাড়ি গ্রামের কৃষক উকিল উদ্দিন করোনাকালীন শ্রমিক সংকট ও অর্থাভাবে জমির পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছিলেন। সেই মূহুর্তে ওই কৃষকের পাশে দাড়িয়ছেন জামালপুরের সরিষাবাড়ী ক্রিকেট একাডেমির ১৫ তরুণ ক্রিকেটাঁর।
আজ শুক্রবার সকাল থেকে পৌর শহরের হাটবাড়ি এলাকার কৃষক উকিল উদ্দিনের ৩০ শতাংশ পাকা ধান কেটে দিয়ে হতাশা থেকে মুক্ত করেছেন। তরুণ ক্রিকেটারদের কৃষকের পাকা ধান কেটে দেওয়ায় কৃষক পরিবার খুব খুশি বলে জানাগেছে।
এ ঘটনায় কৃষক উকিল উদ্দিন উচ্ছাসিত হয়ে বলেন, তরুণরা আমার পাকা ধান কাইটে দিছে। আমার বালা লাগতাছে। টেহা নাই কিভাবে খেতের ধান কাটুম। চিন্তায় ঘুম হারাম হইছিল। এবার চিন্তা দুর অইল।
এ বিষয়ে সরিষাবাড়ী ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক সম্পদ হোসেন জানান, কৃষক উকিল উদ্দিন টাকার অভাবে জমির পাকা ধান কাটতে চিন্তিত ছিল এ কথা শুনে আমরা ১৫ জন তরুণ ক্রিকেটার কৃষকের ৩০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি।