সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৮ এএম, ১৩ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০২:৪৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৭১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে তা বিকেল ৪টা পর্যন্ত চলে।
সকাল থেকেই বেশিরভাগ ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। কাজিপুর বেরীপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকাল পৌনে নয়টায় আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় ভোট প্রদান করেন। অন্যদিকে এ আসনের বিএনপি প্রার্থী সেলিম রেজা এগারোটার সময় চালিতাডাঙ্গা হাই স্কুলে ভোট প্রদান করেন। কাজিপুর উপজেলার একটি পৌরসভা, ১২ টি ইউনিয়ন ও সদরের ৫ টি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-১ নির্বাচনী আসনে মোট ভোটার তিন লাখ ৬৮ হাজার ৭৬৪ জন।
কেন্দ্রগুলোতে নারী ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। বেলা সাড়ে ১১টার মধ্যে কিছু কিছু কেন্দ্রে ৩০-৪০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। সরেজমিনে ছোনগাছা ইউনিয়নের চক ফুলকোচা গান্ধাইল-রতনকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের ভিড় দেখা যায়। করিম, সোলাইমান, সখিতন, রমেছা বেগম, কমেলা বেওয়াসহ অনেক ভোটারের সঙ্গে কথা বললে তারা বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট দিতে খুব ভালো লেগেছে। আমরা দু’মিনিটেই ভোট দিতে পেরেছি। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাখাওয়াত হোসেন বলেন, এ কেন্দ্রে মোট ভোটার চার হাজার ৬৮ টি। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ১২ শ’র মতো ভোট পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি সমর্থক ভোটাররা জানান, এক তরফা নির্বাচনে আমরা ভোটদিতে যাইনি।’ ভোট কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের প্রবেশে বাধা, কারচুপিসহ নানা অনিয়মের প্রতিবাদে বিকেল সাড়ে ৪টার সময় নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা।
উল্লে¬খ্য ১৩ জুন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।