কুষ্টিয়ায় ধান ব্যবসায়ীর ২ লাখ ৪০ হাজার টাকা ডাকাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৯ পিএম, ৩০ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:১৪ পিএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আজ শুক্রবার (৩০ এপ্রিল) ভোর ৫ টার দিকে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মোশারফপুর গোরস্থানের নিকট দুই ধান ব্যবসায়ীকে আহত করে দুঃসাহসীক ডাকাতি সংঘটিত হয়েছে।
ডাকাতরা ধান ব্যবসায়ী দ্বয়ের কাছ থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা লুট করেছে বলে জানা গেছে।
ডাকাতির শিকার আহত দুই ধান ব্যবসায়ী হলেনঃ মিরপুর পৌরসভার নওপাড়া গ্রামের মৃত হাজী ফজলুল হক'র ছেলে আশরাফুল হক বুলু (৬২) ও একই গ্রামের কিতাব আলীর ছেলে দোয়াত আলী (৫৫)।
জানা যায়, উল্লেখিত দুই ধান ব্যবসায়ী সেহেরী খেয়ে ছোট ট্রাক ভাড়া করে যাচ্ছিল বগুড়ার জামতলী হাটে। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌছলে ডাকাতরা ট্রাকের গতিরোধ করে ওই দুই ব্যবসায়ী আহত করে।
পরে আশরাফুল হক বুলুর নিকট থেকে ১ লক্ষ ৩১ হাজার ও দোয়াত আলীর কাছ থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা ডাকাতি করে নির্বিগ্নে চলে যায়।