দুর্গাপুরে হত্যা-নাশকতা-বিস্ফোরক মামলায় আ'লীগ নেতাসহ গ্রেফতার ৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫২ পিএম, ২৭ নভেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:৪৫ পিএম, ২৭ নভেম্বর,
বুধবার,২০২৪
রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের অভিযানে হত্যাচেষ্টা নাশকতা ও বিস্ফোরক মামলার আসামিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে থানা পুলিশের পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় দুর্গাপুর পৌরসভার ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি চুনিয়া পাড়া গ্রামের আমজাদ হোসেন (৫৫) ও তার ছেলে যুবলীগ নেতা মাইনুর রহমান রতন (৩২), উপজেলার কিশোরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মকলেছুর রহমান (৪৫), ভাঙ্গীরপাড়া গ্রামের ঝালুকা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আলিম (৩৬), গোপালপাড়া গ্রামের জাহিদুল করিম (৪২), সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি সাঁকোয়া গ্রামের এনামুল হক (৩৮), নান্দি গ্রামের ইসরাফিল হোসেন (৪৫), ও জিআর মামলার আসামি ইসবপুর এলাকার মিজানুর রহমান মিনু (৩৫)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, থানা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা ও নাশকতা মামলা আসামিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে হত্যা চেষ্টা ও নাশকতা মামলায় ৫ জন, সিআর মামলায় ২ জন ও জিআর মামলায় ১ জনকে আটক করা হয়। আটককৃতদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।