ছাত্র অধিকার পরিষদ নেতা আকরাম হোসাইন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩০ এএম, ৩০ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:৪০ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।
তিনি বলেন, জাতীয় প্রেসক্লাব ও শাহবাগে পুলিশের ওপর আক্রমণের মামলায় আকরাম হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ভোরে ডিবি রমনা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে। আকরাম হোসাইনের নামে শাহবাগ এবং মতিঝিল থানায় দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, গতরাত আনুমানিক রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকরাম হোসেনকে ৭-৮ জন সাদা পোশাকধারী তুলে নিয়ে গেছে। আকরাম হোসেনের দুলাভাইয়ের ফ্লাইট ক্যানসেল হওয়ার খবর শুনে দুলাভাইকে এয়ারপোর্ট থেকে আনতে গিয়েছিলো আকরাম ও তার একজন বন্ধু।
এয়ারপোর্টের দুই নম্বর টার্মিনালের ৫ নম্বর গেটে আকরাম ট্রলি হাতে হাঁটছিলো। এমন সময় সাদা পোশাকে ২ জন লোক এসে আকরামের পরিচয় জানতে চান। মুহূর্তেই সাদা পোশাকধারী আরো ৭/৮ জন লোক এসে আকরামের সঙ্গে কথা আছে বলে ওকে সাইডে নিয়ে মাইক্রো গাড়িতে তুলে নিয়ে যায়। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা অতিসত্ত্বর সুস্থ-স্বাভাবিক অবস্থায় তাকে ফেরত চাই। এবং পবিত্র মাহে রমজানে এভাবে একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা জানাই। গত মাসের ২৫ তারিখ থেকে এখনো পর্যন্ত বিভিন্ন মামলায় বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের ৫৩ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। করোনা মহামারি ও পবিত্র মাহে রমজানে এভাবে গ্রেফতার অমানবিক ও নিন্দনীয়। সরকারকে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার, আটককৃত সকলকে মুক্তি দেয়ার এবং নির্বিচারে গ্রেফতার বন্ধের আহ্বান জানাচ্ছি।