বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, আটক ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৭ এএম, ১৩ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০১:৫৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
হঠাৎ করেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। কার্যালয়ের সামনে ও ভেতর থেকে অন্তত ১০ নেতাকর্মীকে আটক করেছে তারা। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমানসহ দলটির ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যাললয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। বিএনপি সহ-দফতর সম্পাদক মুনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মুনির হোসেন জানান, খোন্দকার মাশুকুর রহমানসহ বিএনপির ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদেরকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার বাসায় দু দফা র্যাব-পুলিশ অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন খায়রুল কবির খোকন।
তিনি বলেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের কাজে তিনি সকাল থেকে উত্তরায় অবস্থান করলেও কেন পুলিশ তার বাসায় অভিযান চালালো তিনি বুঝতে পারছেন না। সরকারের দমন নিপীড়নের অংশ হিসেবে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের গ্রেফতার ও পুলিশি হানা হতে পারে বলেও জানান তিনি।
গতকাল বিকেলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের একটি সূত্র বলছে, ১০ জনেরও বেশি বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে। কেউ অপরাধী না হলে তাকে ছেড়ে দেয়া হবে।