পতেঙ্গায় তেলবাহী ট্যাংকারে আগুন, নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৭ পিএম, ২৯ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:১৯ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
চট্টগ্রামের পতেঙ্গা বন্দরের কর্ণফুলী নদী চ্যানেলে ইরাবতী নামের একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন দুই ব্যক্তি, আহতও হয়েছেন দুইজন।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে সুপার পেট্রো কেমিকেল রিফাইনারি লিমিটেডের ঘাটে বাধা অবস্থায় ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচায় জানা যায়নি।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, দেশের অভ্যন্তরীণ রুটে ট্যাংকারটি তেল পরিবহন করে। জেটিতে থাকা অবস্থায় ইঞ্জিন রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, সকাল ৭টার দিকে কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।