শাজাহানপুরে শতাধিক এতিম ছাত্রদের হাতে কুরআন শরীফ তুলে দিল স্বেচ্ছাসেবকদল নেতা মমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৩ এএম, ২৮ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:২৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ মঙ্গলবার বগুড়ার শাজাহানপুরের শতাধিক এতিম ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকদলের ১ নং যুগ্ম- আহবায়ক কামরুল হাসান মমিনের ব্যক্তিগত তহবিল থেকে খরনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বাদ জোহর থেকে ইউনিয়নের সমস্ত (৮টি) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সন্ধা পর্যন্ত শতাধিক এতিম ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা। উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হাসান আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খরনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফিজার রহমান কাজল, যুগ্ম-আহ্বায়ক আব্দুল হাই সিদ্দিকী রনি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাজু, হান্নান, রুহুল আমিন, এনামুল, স্বেচ্ছাসেবকদল নেতা ওমর ফারুক, আবু সাইদ, সহিদ, রায়হান, ফাহিদ, মমিন, বাদল, আল আমিন, রুবেল, ছাত্রদল নেতা জিহাদ, ফাহিম, নুর মোহাম্মাদ, শ্রমিকদল নেতা বাবলু মিয়া প্রমুখ।
কোরআন শরীফ বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জিয়া পরিবারের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম। স্বেচ্ছাসেবকদল নেতা মমিনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউনিয়নের সর্বস্তরের জনগণ। কুরআন শরীফ হাতে পেয়ে কচি-কাচা নিষ্পাপ শিশুরা বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের জন্য মন খুলে দোয়া করে ।