ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৭ এএম, ১৩ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৩:৪৪ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রের সামনে বোমাবাজির পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগার পুলিশের উত্তরা জোনের উপ কমিশনার শহীদুল্লাহ গণমাধ্যমকে এমন তথ্য জানিয়ে বলেন, কিছু ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা তিনজনকে গ্রেফতার করেছি, কয়েকটি ককটেল উদ্ধার হয়েছে।
তবে ভোটকেন্দ্রের মধ্যে কোনো ধরনের গোলযোগ হয়নি বলে জানিয়েছেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৮ উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন।
তিনি বলেন, ভালো নির্বাচন হচ্ছে। ভেতরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ভোটকেন্দ্রে ভোট নেয়ায় ঝামেলা হচ্ছে না।
এ আসনে বৃহস্পতিবার সকাল ৮টায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।