সিদ্ধিরগঞ্জে ৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৪ পিএম, ২৬ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৯:৫৭ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা আদায় কালে হাতে নাতে ৪ পরিবহন চাঁদাবাজকে গ্র্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, শ্রী প্রকাশ চন্দ্র দাস (২১), শ্রী আকাশ চন্দ্র দাস (২৮) আলমগীর হোসেন (২৫) ও হাবিবুর রহমান (২৭)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ২ হাজার ৩৫৫ টাকা উদ্ধার করা হয়। র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান।
তিনি আরও জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রাইভেটকার ও মাইক্রোবাস প্রতি দৈনিক ৮০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে একটি চক্র। কয়েকজন ভুক্তভোগী প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকের অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে চাঁদাবাজ চক্রের সক্রিয় ৪ সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।