বাউফলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৫ এএম, ১২ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৩:৪৪ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
পটুয়াখালী বাউফলে উপজেলার দাশপাড়া ইউপির খেজুরবাড়িয়া গ্রামে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় আবদুর রাজ্জাক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ওই কৃষকের মৃত্যু হয়।
আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই গ্রামের বাদশাবাড়ির পূর্ব পাশে পল্লী বিদ্যুতের খাম্বা থেকে একটি তার ছিঁড়ে নিচে পড়ে যায়। পাশের বাড়ি কালাম নামের এক ব্যক্তি ঘটনার দিন সকালে এ খবর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রে জানান। ওইদিন পৌনে ১১টার দিকে পল্লী বিদ্যুতের দুই কর্মী সরেজমিনে গিয়ে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে চলে আসেন। কিন্তু এর আগেই বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষক আবদুর রাজ্জাক মারা যান।
আবদুর রাজ্জাকের বড় ভাই আবদুর রহিম জানান, সকাল ৯টার দিকে তার ভাই আবদুর রাজ্জাক গরুর ঘাস কাটার জন্য বের হন। এরপর বাড়িতে ফিরতে বিলম্ব হওয়ায় স্বজনরা তাকে খুঁজতে বের হন। দুপুর ১টার দিকে খানবাড়ির পিছনে এবং তাদের বাড়ির পূর্ব পাশে ধান ক্ষেতের মধ্যে বিদ্যুতের ছেঁড়া তারে জড়ানো অবস্থায় তাকে দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে এলে স্থানীয় এক পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দাবি করেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় তার ভাই মারা গেছেন।
এ ব্যাপারে পটুয়াখালী পল্লী বিদ্যুতের বাউফল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) একেএম আজাদ বলেন, ‘ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’