ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৬ পিএম, ২৫ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ১২:১৭ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ঠাকুরগাঁও শহরে রাতের আঁধারে প্রাচীর নির্মাণ করে জমি দখলের চেষ্টার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, মঙ্গলবার শহরের দক্ষিণ সালন্দর এলাকার মৃত সোলেমান আলীর ছেলে আলমগীর হোসেন অভিযোগ দিয়েছেন। এতে হীরা ইসলামসহ ৯ জনের নাম উল্লেখ করা হয় ও অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়।
এর আগে গত সোমবার রাত দেড়টার দিকে শহরের দক্ষিণ সালন্দর এলাকায় প্রাচীর নির্মাণ করে জমি দখলের চেষ্টা করেন হীরা ইসলাম ও তার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।
অভিযুক্ত হীরা ইসলাম নিজেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য দাবি করলেও তা মানতে নারাজ ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াফু তপু।
অভিযোগে বলা হয়, গত ১ জানুয়ারি সোলেমান আলী, খায়রুল আলম, মনসুর আলী, মিজানুর রহমান ও আইনুল হকের পৈতৃক সূত্রে পাওয়া ৭৭২৭ নম্বর দাগের ২১ শতক জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করেন হীরাসহ তার লোকজন।
এ সময় তারা ওই জমিতে একটি বেড়ার ঘর নির্মাণ করেন। এতে বাধা দিলে সোলেমান আলী, খায়রুল আলম, মনসুর আলী, মিজানুর রহমান ও আইনুল হক ও তাদের পরিবারের সদস্যদের মারপিট করেন তারা।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়। এর পর গত ২৭ জানুয়ারি ওই জমিতে ১৪৪ ধারা জারি করার জন্য আদালতে একটি মামলাও করেন ভুক্তভোগীরা।
গত ৯ এপ্রিল আদালতের নির্দেশে ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ঠাকুরগাঁও সদর থানা পুলিশ নোটিশ জারি করেন।
গত সোমবার রাতে ১৪৪ ধারা অমান্য করে পুনরায় ৭৭২৭ নম্বর দাগের ২১ শতক জমি দখল করার জন্য হীরা ইসলামের নেতৃত্বে ফাহিম, তোফাজ্জল হোসেন, সাদেকুল ইসলাম, রুস্তম আলী হোসেন, সিদ্দিক, শহিদুল ও তার লোকজন ওই জমিতে প্রাচীর নির্মাণের চেষ্টা করে।
পরে ভুক্তভোগীরা পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি অবহিত করেন। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে দক্ষিণ সালন্দর এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। তবে এর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছে। এটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা হীরা ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াফু তপু বলেন, হীরা ইসলাম আমাদের একজন কর্মী। তার বিরুদ্ধে অন্যায় অভিযোগ থাকলে সেটি আমরা তদন্ত করে দেখব এবং সত্যতা পাওয়া গেলে জেলা কমিটির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।