গুরুদাসপুরে চোলাই মদসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৬ পিএম, ২৩ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৫৬ এএম, ৯ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
নাটোরের গুরুদাসপুর থেকে ৪৫.৫০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি এন্তাজ প্রামানিক (২৮) কে আটক করেছে র্যাব। আটককৃত এন্তাজ পাবনার চাটমোহর উপজেলার বাগলবাড়িয়া গ্রামের আব্বাস প্রামানিকের ছেলে।
র্যাব-৫ প্রেরিত প্রেস নোটে জানানো হয়, সিপিসি-২ নাটোরা র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে নাটোরের গুরুদাসপুর থানাধীন ইয়াছিনপুস্থ বনপাড়া টু ঢাকাগামী মহাসড়কের গোপালেরমোড় এলাকায় অভিযান পরিচালনা করে এন্তাজকে হাতানাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক কারবারি জব্দকৃত আলামত (মোবাইল) ব্যবহার ও চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ঘটনায় নাটোরের গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি রুজু করা হয়েছে।