সোনারগাঁওয়ে হাবু বাহিনীর মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৪ এএম, ২১ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৫২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী এলাকায় আবারো হাবু ডাকাতের তা-ব শুরু হয়েছে। জেল থেকে জামিনে বের হয়ে বারদী ইউনিয়নের অসহায় জনগণের উপর সন্ত্রাসী হামলা শুরু করেছে তার ছেলে আসিক এবং তার বাহিনী।
গত সোমবার সন্ধার পর বারদীর শান্তিরবাজারে ডাকাত সর্দার হাবু এবং তার ছেলে আসিক ২০/২৫ জনের সন্ত্রাসী বাহিনী এলাকার মুক্তিযোদ্ধা ইসলাম ডাঃ এর ছেলে জুয়েল এর উপর এলোপাতাড়ি দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হামলা চালায়। হামলাকারীদের চাপাতির আঘাতে ক্ষতবিক্ষত হয় জুয়েলের শরীরের বিভিন্ন অংশ। ধারালো অশ্রের আঘাতে জুয়েল মাটিতে লুটে পড়ে। এক পর্যায়ে জুয়েলকে মৃত ভেবে সন্ত্রাসী হাবু বাহিনী পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, বারদী ইউনিযন পরিষদের ইউপি সদস্য হাবিবুর রহমান হাবু এক সময় ডাকাতির সাথে জড়িত ছিল। গত নির্বাচনে সে ডাকাতি ছেড়ে ভাল হয়ে যাবে এ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়লাভ করে। নির্বাচনে জয়লাভ করেও সে তার আগের পেশাতে ফিরে যায়। ইউপি সদস্য থাকাকালীন সময়েও সে বিভিন্ন সময় ডাকাতির অভিযোগে কারাভোগ করেছে। এছাড়া স¤প্রতি সময়ে সে একটি রাজনৈতিক দলে যোগদান করে। এক সময় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এলাকার লোকজনদের সাথে দ্বন্ধ শুরু হয়। এ দ্বন্ধের জের ধরে কিছুদিন আগে মছলেন্দপুর এলাকার মৃত মুক্তিযোদ্ধার ছেলে জুয়েল ও সোহেলের সাথে তার মারামারি হয়।
গত সোমবার সন্ধ্যার পরে পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জের ধরে হাবু ডাকাত আবারো সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়। হাবু ও তার ছেলে ২০/২৫ জনের একটি দল জুয়েলকে শান্তিরবাজারে একা পেয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। কুপিয়ে আহত করার পর মুমুর্ষ জুয়েলকে মৃত ভেবে হাবু ডাকাত ও তার লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সোনারগাঁও থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন,এ ঘটনায় গতকাল মঙ্গলবার একটি মামলা দায়ের করা হয়।