নলছিটিতে অবৈধ ভাবে বালু উত্তোলন, ৬০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫ এএম, ২১ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ০১:২৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নলছিটিতে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে এক ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার খোজাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
অভিযুক্ত ড্রেজার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার সাংবাদিকদের জানান বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ রয়েছে। এই ধরনের ব্যবসার সাথে জড়িতদের সতর্ক করে বলেন-আগামীতে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।