ভোলায় টিসিবির পচা পিঁয়াজ না কিনলে দেয়া হচ্ছে না অন্য পণ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১২ এএম, ২০ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:০৪ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ভোলায়-বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি)র নির্ধারিত বিক্রির অন্য পণ্যের সাথে পচা পিঁয়াজ না কিনলে অন্য পণ্য না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্যাকেজ পণ্যের সাথে খাওয়ার অযোগ্য ৫ কেজি তুরস্ক থেকে আমদানি করা পিঁয়াজও কিনতে হবে।
আজ সোমবার সকালে শহরের বাংলা স্কুল মাঠে টিসিবির পণ্য বিক্রিকালে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ক্রেতারা জানান, প্যাকেজে-১ কেজি মশারী ডাল, ২ কেজি ছোলা, ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ৫ কেজি পিঁয়াজ নিতে হবে ৫২০ টাকায়। সব পণ্যেও মান ভাল থাকলেও তুরস্ক/ মিশর থেকে আমদানি করা বড় বড় পিঁয়াজ পচা ও খাওয়ার অযোগ্য। অনেকে পিঁয়াজ ডিলারের কাছে ফেরত নিয়ে এসেছে। সে পিঁয়াজ ডিলার ফেরত নেননি। বাধ্যতামূলকভাবে অন্য পণ্যের সাথে ওই পচা পিঁয়াজও কিনতে হবে। পিঁয়াজ না কিনলে অন্য পণ্য বিক্রি করছেন না ডিলারেরা। পচা পিঁয়াজ নিয়ে ডিলার-ক্রেতাদের মধ্যে বাগ্বিতন্ডার ঘটনাও ঘটেছে।
ডিলার মোঃ শাহী সরোয়ার জানান, আমাদেরকে টিসিবি মিশর থেকে আমদানি করা এই পিঁয়াজই দেয়া হয়েছে। পিঁয়াজগুলি অনেক খারাপ, আমাদের গুদামে এখনও ১০ টন পিঁয়াজ রয়েছে। বস্তায় বস্তায় আছে পচা, দিন দিন পিঁয়াজগুলো আরো পচে যাচ্ছে। টিসিবিকে এবিষয়ে জানানো হয়েছে। তারা এখনও কোন ব্যবস্থা নেননি।