না’গঞ্জের পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির নামে পরিবহনে চাঁদাবাজি মহাউৎসব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১২ এএম, ১৯ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ১২:৫১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির নামে পাগলা-জালকুড়ি সড়কে চলাচলরত ট্রাক-কাভাড ভ্যান থেকে স্টিকারের মাধ্যমে মাসোহারা ভিত্তিক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে, পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির নেতৃত্বে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর নির্দেশে পাগলা-জালকুড়ি সড়কে চলাচলরত ট্রাক-কভারভ্যান থেকে ষ্টিকার এর মাধ্যমে চলছে এই চাঁদাবাজির মহা উৎসব। সরজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন ট্রাকে লাগোয়া স্টিকারে লেখা রয়েছে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশে এবং বাস্তবায়নে পাগলা বজার বহুমুখী সমবায় সমিতির নাম।
এ ব্যাপারে এ রাস্তায় চলাচলকারী ট্রাক-কভারভ্যান চালকদের সাথে কথা বলে জানা যায়, দিনের বেলায় ঢাকা যাত্রাবাড়ী দিয়ে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকার কারণে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য তারা দিনের বেলায় সবসময় এই রাস্তাটি ব্যাবহার করে পাগলা দিয়ে প্রবেশ করে জালকুড়ি দিয়ে বের হয়ে বিভিন্ন জেলায় চলে যায়। তবে প্রতিনিয়ত যানজটে পরতে হতো তাদেরকে। তাই যানজট নিরসনে প্রায় ৭/৮ মাস পুর্বে হঠাৎ করে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির নেতৃত্বে রাস্তাটি বন্ধ করে দেয়া হয়।
পরবর্তীতে তাদেরকে নিয়ম বেঁধে দেওয়া হয় সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পাগলা অথবা জালকুড়ি দিয়ে কোন ট্রাক প্রবেশ করতে পারবে না। আর যদি চলাচল করতে হয় তাহেল পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির স্টিকার ব্যবহার করতে হবে। আর সেই স্টিকার ব্যবহারে তাদোরকে প্রথমে ১২০০ টাকা দিয়ে তা কিনতে হবে এবং মাসে ১০০০ টাকা করে প্রদান করতে হবে। অন্যথায় এ রাস্তা দিয়ে ভারী যান চলাচল করতে পারবেনা বলে তাদেরকে জানিয়ে দেওয়া হয়।
নির্ভরযোগ্য একাধিক তথ্য মতে, দুই থেকে আড়াইশত গাড়ীতে এই স্টিকার ব্যবহার করা হয়ে থাকে। চাঁদা আদায়কারী হিসেবে উঠে আসে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির বহুল সমালোচিত বিতর্কিত সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাচ্চুর নাম।
এ বিষয়ে জানতে চাইলে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু মুঠো কিছু না বলতে চাইলেনও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সাথে কথা বলতে বলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই বিষয়ে লক ডাউনের পরে আসেন আপনাদের সাথে সাক্ষাতে কথা বলবো।
অপরদিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু এ বিষয়ে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে বলেন। স্টিকারে তার নাম লেখা রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কাউসার আহমেদ পলাশের লোকজন যাতে কোন অসুবিধা না করে এই জন্য সমিতির লোকজন তার নাম ব্যবহার করছে।
এ ব্যাপারে কাউসার আহমেদ পলাশ এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, পাগলা বাজারের যানজটের কারণে অতিষ্ঠ জনগণ আর এই যানজটের একমাত্র কারণ হলো চাঁদাবাজি এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাহানা দিয়ে চাঁদাবাজি করে। যার ফলে পাগলায় যানজটের সৃষ্টি হয়।