সুনামগঞ্জে ১শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৬ পিএম, ১৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৩৫ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সুনামগঞ্জে প্রনোদনা কর্মসূচির আওতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১০০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সারসহ ৫ কেজি করে আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সামনে সার ও বীজ বিতরণের সময় উপস্থিত ছিলেন- জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা আতিকুর রহমান, শিশু অধিকার কর্মকর্তা মোঃ হাসান কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।