ঝিনাইদহে ৭ কেজি গাঁজাসহ দুইজন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৯ পিএম, ১৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:০৮ এএম, ১০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
ঝিনাইদহে পিকআপ ভর্তি আনারসের ভিতর থেকে ৭ কেজি গাজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে সোহেল রানা ও খাগড়াছড়ি জেলার গুইমারা গ্রামের আনার গাজীর ছেলে ইদ্রিস আলী।
ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, পৌর এলাকার মহিষাকুন্ডুতে খাগড়াছড়ি থেকে একটি আনারস বোঝাই পিকআপে গাজা আনা হচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশ চেকপোষ্ট বসায়।
ইন্সপেক্টর আবুল খায়ের শেখের নেতৃত্বে ওই অভিযানে পিকআপ তল্লাসী করে ৭ কেজি গাজা উদ্ধার হয়। এ সময় গ্রেফতার করা হয় সোহেল রানা ও ইদ্রিস আলীকে।