সুনামগঞ্জে লকডাউন অমান্য করে গঙ্গাস্নান ও গণজমায়েত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৬ পিএম, ৯ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:১০ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
সুনামগঞ্জে লকডাউন উপেক্ষা করে করোনা কালীন বিধি নিষেধ অমান্য করে চলছে গঙ্গাস্নান ও গণজমায়েত। গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত থেকে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী নদী যাদুকাটায় শুরু হয়েছে হিন্দুধর্মালম্বীদের গঙ্গাস্নান। এউপলক্ষে যাদুকাটা নদীর দুই তীরে অবস্থিত দুই মন্দিরে হাজার হাজার সনাতন ধর্মালম্বীদের গণজমায়েত লক্ষ করা গেছে।
আজ শুক্রবার (৯ এপ্রিল) বিকালে পর্যন্ত কোন প্রকার বাঁধা ছাড়াই যাদুকাটা নদীতে ও মন্দিরে উৎসবের সাথে গঙ্গাস্নান ও গণজমায়েত চলছিল বলে জানা গেছে। অপরদিকে লাউড়গড় সীমান্তে অবস্থিত শাহ আরেফিন (রঃ) এর ওরস উপলক্ষে একই ভাবে হাজার হাজার ভক্তরা ছুটে আসার খবর পাওয়া গেছে।
জানা গেছে- দেশে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে শাহ আরেফিন (রঃ) এর ওরস ও গঙ্গাস্নান উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু লকডাউনসহ সকল প্রকার নিষেধাজ্ঞা অমান্য করেই যাদুকাটা নদীর দুই তীরে ওরস ও গঙ্গাস্নান আয়োজন চলছে।
এব্যাপারে যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে আগত হিন্দু ধর্মালম্বীরা বলেন- প্রতি চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যাদুকাটা নদীতে স্নান করে সব পাপ মোচন করে পুণ্য লাভের আশায় দেশ-বিদেশের লক্ষলক্ষ হিন্দুধর্মালম্বীরা এখানে ছুটে আসেন। কিন্তু করোনার কারণে গত বছর স্নানের অনুষ্ঠান বন্ধ ছিল। তাই এবছর তারা লকডাউনের মধ্যে ঝুকি নিয়েই গঙ্গাস্নান করতে জমায়েত হয়েছে।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, আমরা সব রকমের চেষ্টা করছি যাদুকাটা নদীতে গণজমায়েত বন্ধ রাখতে। কিন্তু সরকারী বিধি নিষেধ অমান্য করে অনেকেই গঙ্গাস্নান করছেন।