আঘাত এসেছে প্রতিঘাত করা হবে- হানিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৪ পিএম, ৭ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ০২:১৮ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
আঘাত এসেছে প্রতিঘাত করা হবে কাউকে ছাড় দেয়া হবেনা, ধর্মের নামে হেফাজত অধর্মের কাজ করছে, রিসোর্টে নারী নিয়ে ধরা পড়েছে। ধর্মের নামে বিএনপি, জামাত, হেফাজত, সারাদেশে জ্বালাও পোড়াও ভাংচূর করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এখন থেকে আওয়ামী লীগের প্রত্যাকটি নেতাকর্মীকে নির্দেশ দিচ্ছি সরকারের পাশে থেকে সন্ত্রাসী কর্মকান্ড কঠোরভাবে দমন করার।
আজ বুধবার (৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের তান্ডবে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ অফিস, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি এসব কথা বলেন।
হানিফ বলেন, ধর্মের নামে হেফাজত অধর্মের কাজ করছে, রিসোর্টে নারী নিয়ে ধরা পড়েছে হেফাজতের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা মামুনুল হক। তাকে রিসোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে হেফাজতের নেতাকর্মীরা যে ভাবে আওয়ামী লীগ অফিস, আওয়ামী যুবলীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাংচূর করেছে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই।
মাহবুবুল আলম হানিফ ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের মামলা করার নির্দেশ দিয়ে বলেন, হেফাজত বিএনপি জামাতের যেসব সন্ত্রাসীরা এসব ভাংচুর জ্বালাও পোড়াও করেছে তাদের সুনির্দিষ্ট নাম ঠিকানা সংগ্রহ, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবারের পরিচয় নিশ্চত হয়ে নিয়ে আসামী করার পর্রামশ দেন।
তিনি বলেন, যেসব ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে দেশে অরাজক পরিস্তিতি সৃষ্টি করেছে তাদের প্রত্যাককে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এসব ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে হবে।
পরে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা হেফাজতের হামলা ভাংচুরে ক্ষতিগ্রস্ত সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের মোগড়াপাড়া চৌরাস্তা প্রধান কার্য়ালয়, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নূর ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি, তার শ্বশুরবাড়ি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনির বাড়ি পরিদর্শন করেন।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া, মুক্তিযুদ্ধ বিযয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি, সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, সাবেক সংসদ সদস্য আব্দূল্লাহ আল কায়সার হাসনাতসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।