সুইপারের লাথিতে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ এএম, ৬ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:৩৬ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সুইপারের লাথিতে মোহাম্মদ ফরহাদ (২০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন।
আজ সোমবার সকালে উপজেলার জিনোদপুর ইউনিয়নের ভাঙ্গুরা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ফরহাদ একই এলাকার শুঁটকি ব্যবসায়ী মধু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরহাদ মিয়া পেশায় শুঁটকি ব্যবসায়ী। তবে ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় বাঙ্গরা বাজারের সোহেল (৪০) নামে এক সুইপারের সাথে যৌথভাবে তরমুজের ব্যবসা শুরু করেন। সোমবার সকালে বাজারে দোকান খোলাকে কেন্দ্র করে ফরহাদের সাথে সোহেলের কথা কাটাকাটি হয়। এ সময় সোহেল সজোরে ফরহাদকে লাথি মারেন। লাথির আঘাতে ফরহাদ মিয়া মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুইপার সোহেল মিয়ার বাড়ি কুমিল্লা জেলায়, তিনি নবীনগর উপজেলার বাঙ্গরা গ্রামের বেদন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার তামিম রায়হান বলেন, ফরহাদ নামের ওই যুবককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। এ বিষয়ে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।