কেশবপুরে লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালত ১১ ব্যক্তিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ পিএম, ৫ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০২:১১ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
যশোরের কেশবপুরে লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালত ১১ ব্যক্তিকে জরিমানা করেছেন।
আজ সোমবার সকালে নিয়ম বহির্ভুতভাবে দোকানপাট খোলা রাখায় দশ দোকান মালিকসহ এক পরিবহন চালককে চার হাজার নয় শত টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা পৃথক ভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের বিভিন্ন স্থানে লকডাউনের প্রথম দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন চার দোকানদারকে দু’ হাজার টাকা ও এক পরিবহন চালককে এক হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ছয় দোকানদারকে এক হাজার নয়শত টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে লকডাউনকে কার্যকর করতে সোমবার সকাল ৯ টা থেকে শহরে অভিযান পরিচালনা করা হয়। যারা নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাসহ সকলকে সচেতন করা হয়।