রৌমারীতে ৩২০০পিস ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২০ এএম, ৫ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৬:১৪ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
কুড়িগ্রামের রৌমারীতে ৩হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১৪।
আজ রবিবার বিকেল ৫টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের কর্তিমারী বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের রফিয়াল হকের ছেলে শাহীন আলম (২৪) এবং শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে সোহাগ (২০)।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সুত্রে খবর পেয়ে বিকেল ৫টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ শাহীন আলম (২৪) ও সোহাগ (২০) নামের দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় রৌমারী থানায় একটি মামলা করা হয়।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন, আটক আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।