নারায়গঞ্জে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবে অর্ধশতাধিক যাত্রী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৬ পিএম, ৪ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৬:২৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়গঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়গঞ্জ-মুন্সীগঞ্জ রুটের কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা জানমালের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
শহিদুল ইসলাম বলেন, ‘এমভি হাবিব আল হাসান নামের লঞ্চটি নারায়ণগঞ্জের কেন্দ্রী ঘাট থেকে মুন্সিগঞ্জের দিকে রোববার সন্ধ্যায় ৬টায় রওনা দেয়। কয়লাঘাট এলাকায় গেলে এসকে থ্রি নামে লাইটারেজ জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে ডুবে যায় লঞ্চটি। ডুবে যাওয়ার সময় লঞ্চটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল।
এছাড়া উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণ পাঁচ নাম্বার ঘাট থেকে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।