লাউয়াছড়া সড়কে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে বিরল সাপের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৫ পিএম, ৪ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৬:০৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সড়কে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে বিরল প্রজাতির সাপের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে বয়ে যাওয়া শ্রীমঙ্গল- কমলগঞ্জ সড়কে গতকাল রাতে সবুজ রঙ্গের একটি বিষাক্ত পিট ভাইপার সাপ মারা গেছে। স্হানীয় কয়েকজন পথচারী জানান সড়কে যাতায়াত করা কোন গাড়ির চাকায় সাপটি আঘাত পেয়েছে। সাপটি দেখতে সবুজ রঙ্গের এটি Vipreidate গোত্রের। এই গোত্রের মধ্যে vipreinae এবং crotalinae নামে দুটি উপগোত্র রযেছে। crotalinae উপগোত্রের মধ্যে রয়েছে পিট ভাইপার। দেখতে লাউয়ের ডগার মতো তাই স্হানীয়রা একে লাউডগা সাপ বলে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে বয়ে যাওয়া শ্রীমঙ্গল -কমলগঞ্জ সড়কে অধিকাংশ সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে বিরল প্রজাতির বিভিন্ন ধরনের বন্যপ্রাণী মারা যায়। পরিবেশবাদীদের দাবি সড়কের দুইপাশে নেটিং ব্যবস্হা ও সড়কের নিচে একটু দূর দূর ব্রিজের মতো করে দেওয়া যাতে বণ্যপ্রাণী অবাধে অভয়ে চলাচল করতে পারে। দ্রুত কোন বিকল্প ব্যবস্হা না নিলে অচিরেই হাড়িয়ে যাবে জাতীয় উদ্যানের অতি মূল্যবান বণ্যপ্রাণীগুলো কেবল নাম মাত্র থাকবে কাগজে কলমে।